1) ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত সকল শ্রেনীর পাঠদান কার্যক্রম অদ্য ০৬/০৮/২০২৮ খ্রিঃ হতে শুরু হয়েছে। সকল শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল।    
Teachers Detail
নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়
মুলাদী, বরিশাল।
...
কবির হোসেন
সহকারী প্রধান শিক্ষক
M.Sc (Math) Jahangirnagar University
Mobile: 01729882835
email: khossaint@gmail.com
whatsapp: 01729882835

Detail Profile:
কবির হোসেন ১৯৮৬ সালের ১১ ই মে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়ন এর ভংগা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রসুল গাজী,মাতা মৃত সুরাইয়া বেগম।তারা দুই ভাই দুই বোন।তার শিক্ষা জীবন শুরু হয় ৭নং মধ্য ভংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।তিনি ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় হতে২০০১ সালে জিপিএ ৩.৬৩ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন। মুলাদী কলেজ হতে ২০০৪ সালে জিপিএ ২.২০ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন।তিনি কবি নজরুল সরকারি কলেজ ঢাকা থেকে ২য় বিভাগ পেয়ে বি.এসসি সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে গনিত বিষয়ে ১ম শ্রেনি পেয়ে স্নাতকোত্তর পাস করেন। তিনি২২/০৬/২০১৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব উচ্চ বিদ্যালয়, হিজলা,বরিশাল এ সহকারী শিক্ষক (গণিত) পদে যোগদান করেন। বর্তমানে তিনি নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী, বরিশাল এ সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

 

Copyright @ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী, বরিশাল।