মোহাম্মাদ আল মামুন
সহকারী শিক্ষক ( তথ্য বিজ্ঞান )
Mobile:
email:
whatsapp:
Detail Profile:
মোহাম্মাদ আল মামুন ১৯৭৬ সালের ৪ঠা সেপ্টেম্বর বরিশাল জেলার, মুলাদী উপজেলার অন্তর্গত মুলাদী সদর ইউনিয়নের নন্দীর বাজার চর লক্ষীপুর গ্রামে,এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আব্দুস সাত্তার, মাতা মৃত মিসেস মরিয়ম বেগম। তারা চার ভাই তিন বোন। তার শিক্ষা জীবন শুরু হয় ১৯৮৪ সালে পার গেন্ডারিয়া নামাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গেন্ডারিয়া ঢাকায় ।
তিনি দোলাইর পাড় উচ্চ বিদ্যালয় হতে ১৯৯২ সালে বাণিজ্য শাখায় দুই বিষয়ে লেটার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি সরকারি কবি নজরুল কলেজ ঢাকা হতে ১৯৯৪ সালে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। তিনি নিউ মডেল বিশ্ববিদ্যালয় শুক্রাবাদ ধানমন্ডি হতে ১৯৯৬ সালে বাণিজ্য শাখায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। তিনি ২০০৪ সালে ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ( ইনস্টিটিউট অফ লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স, { ইলিশ } নীলক্ষেত হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালে সিজিপিএ ৩.৩২সি ( জি পি এ -৪ এর মধ্যে ) পেয়ে ( বি এড )ব্যাচেলর অফ এডুকেশন সম্পন্ন করেন। তিনি কর্মজীবনে প্রথম ২০০৫ সালের পহেলা মার্চ দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা নারিন্দা ঢাকায় সহকারী গ্রন্থাগারিক পদে যোগদান করেন। বর্তমানে তিনি। নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তথ্য বিজ্ঞান পদে কর্মরত আছেন।