1) ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত সকল শ্রেনীর পাঠদান কার্যক্রম অদ্য ০৬/০৮/২০২৮ খ্রিঃ হতে শুরু হয়েছে। সকল শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল।    
Teachers Detail
নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়
মুলাদী, বরিশাল।
...
মোহাম্মাদ আবু আলম
সিঃসহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)
kamil-1996(2nd Divition), Fazil-1988(2nd Divition),Alim-1986(2nd Divition),Dakhil-1984(2nd Divition)
Mobile: 01728887651
email:
whatsapp: 01728887651

Detail Profile:
মোহাম্মাদ আবু আলম ১৯৭২ সালের পহেলা মার্চ মাদারিপুর জেলার কালকিনি উপজেলার রামারপোল গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম মৃত মোঃ কালাই মৃধা , মাতা মোসাঃ ফরিদা বেগম। তারা পাঁচ ভাই তিন বোন ।আট ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি ১৯৯৮ সালের পহেলা মার্চ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী, বরিশালে শিক্ষক (ইসলাম শিক্ষা) হিসেবে ১০ গ্রেডে যোগদান করেন। বর্তমানে তিনি স্বপদে ০৮ গ্রেডে কর্মরত আছেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

 

Copyright @ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী, বরিশাল।